চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে নৌকায় উচ্চশব্দে গান বাজিয়ে ১৩ জন ছেলে দুইজন নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য করার অপরাধে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার বিলসা এলাকার মাঝবিলে নৌকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সকালে আটকৃদের নামে মামলা করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। আটক ২ নর্তকীর বাড়ি বগুড়ার শেরপুরে এবং ১৩ জন যুবকের বাড়ি তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, নৌকা ভ্রমণের নামে কোনো রকম অশ্লীল ফুর্তি করা যাবে না। চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চস্বরে গান-বাজনা এবং মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য
পরিবেশন করার হয় বলে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে বিলসা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাড়াশ থেকে আগত এক নৌকায় অশ্লীল নৃত্য চলার সময় দুজন নর্তকীসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






