নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গার্মেন্ট শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত ৮ আগস্ট শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তেতুইতলা এলাকার সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ধর্ষিতার বরাত দিয়ে আড়াইহাজার থানা-পুলিশ জানান, ধর্ষিতা একজন গার্মেন্ট শ্রমিক। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে এসকোয়্যার নীট কম্পোজিট কোম্পানিতে কাজ করেন। গত শনিবার রাতে কাজ শেষে তিনি আড়াইহাজারে তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য কাকাইমোড়া গুদারাঘাট এলাকায় রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
এসময় সেখানে থাকা অজ্ঞাত ৪ যুবক তাকে জানায় যে, এতো রাতে এখানে রিকশা পাওয়া যাবে না। তারা তাকে বাড়িতে এগিয়ে দেওয়ার কথা বলে সঙ্গী হয়। পরে পথে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় সোমবার রাতে ধর্ষিতা বাদী হয়ে অজ্ঞাত চারজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।