ভারত-চীন উত্তেজনা যেন থামছেই না। লাদাখ নিয়ে টানাপড়েনের মধ্যেই উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে চীন। এ ঘটনায় গভীর উদ্বিগ্ন নয়াদিল্লি।
এ কাজে নেপালের সমর্থন রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
এছাড়া উত্তর সিকিম ও অরুণাচল প্রদেশেও সীমান্ত বরাবর সেনা মোতায়েন করছে বেইজিং।
এ অবস্থায় সীমান্ত এলাকায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন আরও বাড়িয়ে বেইজিংকে চাপে রাখার পরামর্শ ভারতের সামরিক বিশেষজ্ঞদের।