সাংবাদিক নির্যাতন ও চাদাবাজি মামলার প্রধান আসামি, কুয়াকাটার চিহ্নিত ভূমি দস্যু, কুয়াকাটা পৌর মেয়র ও লাতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই মোশারেফ মোল্লাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম কর্তৃক দায়েরকৃত মামলায় দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পরে গতকাল মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশক্রমে মহিপুর থানা পুলিশের এই আই আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বাধীন ফোর্স দ্বারা তার আলীপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহিপুর থানার এস আই আসাদুজ্জামান জুয়েল জানান আসামিকে ২৯ জুলাই বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মোশারেফ মোল্লার গ্রেফতারের খবরের মহিপুর জুড়ে স্বস্তি বিরাজ করছে সাধারণ জনগনের মনে।