নোয়াখালীতে করোনা ভাইরাসে কবিরহাট উপজেলায় এক ব্যক্তির মৃত্যৃ হয়েছে। এছাড়া নতুন করে একদিনে ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬২ জন।
এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮৩৯ জন, মৃত্যু-৫৮ জন ও সুস্থ হয়েছেন ১৯৪৬ জন।
বৃহস্পতিবার জুলাই সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






