নতুন টেলিভিশন চ্যানেল স্বাধীন বাংলা টিভি। এ লক্ষ্যে তারা সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী টিভি চ্যানেলটিতে সাংবাদিকতার জন্য জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দেওয়া হবে। Sadhin Bangla TV News Media Company
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলায় নিয়োগ দেওয়া হবে।
যেকোনো বিষয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে খবরের কাগজ ও টেলিভিশন চ্যানেলে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সাংবাদিকতায় মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।
ফোন করে জেনে নিতে পারেন, +8802478835086, +8801717966305 +8801746371260
Sadhin Banglatv is the latest private IPTV television channel in Bangladesh owned by Ramim Rafi Media Company of Bangladesh which will bring the latest and updated news from around the world.