ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দিয়ারচর গ্রাম ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার মাদবর বাড়িতে। প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন মোসা. তুলি বেগম (৩০), মো. হেলাল মাদবর (৩৪) ও মো. বেলাল মাদবর (৪২)।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আহত বেলাল মাদবর জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা চড়াও হয়ে লাঠিশোটা নিয়ে আমাদেরকে এলোপাথারীভাবে পিটাতে থাকে।
আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আহত হেলাল মাদবরের বাবা দোলোয়ার মাদবর বলেন, আমরা গরিব মানুষ। গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়দেব সাহা গংদের কাছ থেকে দেড় একর জমি ক্রয় করি। উক্ত জমি আমরা দীর্ঘদিন ভোগ দখলে আছি। আমাদের নামে দিয়ারা জরিপ না হওয়ায় প্রতিপক্ষরা আমাদের এই জমি জোর পূর্বক দখলের চেষ্টা করতেছে।
সোমবার (১ মে) সকাল অনুমান সাড়ে সাতটার দিকে ডাল তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমাদের জমিতে এসে মারধর করে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা বাইলাবুনিয়া বাজারে আবারো মোসা. তুলি বেগম, মো. হেলাল মাদবর ও মো. বেলাল মাদবরকে মারধর করলে তাদেরকে গলাচিপা হাসপাতালে ভর্তি করি। তিনি আরও বলেন, আমাদেরকে জলিল শরীফ, মো. শামীম শরীফ, আমির শরীফ, রবিউল মুন্সী, সুমন শরীফসহ আরো ৭/৮ জন একত্রিত হয়ে মারধর করে।
এ বিষয়ে প্রতিপক্ষ জলিল শরীফের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নোমান পারভেজ বলেন, আহতরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ভর্তি আছে।
এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান আবু সামসুদ্দিন বলেন, মারামারির ঘটনা শুনেছি। আমি অসুস্থ থাকায় এখন ঢাকায় আছি। এ বিষয়ে রাঙ্গাবলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।