সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

ফোন হারানো বা চুরি গেলে যা করতে বলছে পুলিশ।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১০২ সময় দর্শন

অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল ফোনটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার মতো ঘটনা প্রায়শই ঘটে থাকে। ফোন হারানোর পর স্বাভাবিকভাবেই অথৈ সাগরে পড়েন ব্যবহারকারীরা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক সাধের মোবাইলটির সাথে চলে গেছে অত্যন্ত প্রয়োজনীয় ফাইল, ডাটা, ছবি, গুরুত্বপূর্ণ মোবাইল নম্বরসহ আরও অনেক কিছুই। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে জনসাধারণকে সহযোগিতা করতে এবার যুগান্তকারী এক পদক্ষেপ গ্রহণ করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি, ঢাকা।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে তা ফেরত পেতে কীভাবে সাইবার সিকিউরিটি সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে তা জানিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করে সাইবার পুলিশ সেন্টারের হটলাইন নম্বর অথবা ফেসবুক পেজে সংশ্লিষ্ট থানার জিডির কপিসহ যোগাযোগের পরামর্শ দিয়েছে সাইবার পুলিশ সেন্টার।

ভুক্তভোগীদের সুবিধার্থে ওই পোস্টে নিজেদের ফেসবুক পেজের লিংক, ইমেইল অ্যাড্রেস, মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত করে সেখানে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সাইবার পুলিশ সেন্টার।

সোমবার সন্ধ্যায় দেয়া ওই পোস্টে সাইবার সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মোবাইল ফোন চুরি হওয়া বা ছিনতাইয়ের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এমন ঘটনা ঘটলে ফোনের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত চিরদিনের মতো হারিয়ে যায়। এরকম হারানো অর্ধ-শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি, ঢাকা। সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি, ঢাকা সম্প্রতি বিভিন্ন হারানো মোবাইল উদ্ধার বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যেকোনো মোবাইল হারানো গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করে সাইবার পুলিশ সেন্টারের হটলাইন নম্বরে অথবা ফেসবুক পেইজে সংশ্লিষ্ট থানার জিডির কপিসহ যোগাযোগ করলে সাইবার পুলিশ সেন্টার হারানো মোবাইল উদ্ধারের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-

ফেসবুক- https://www.facebook.com/cpccidbdpolice

মোবাইল- +8801320010148

Whatsapp- +8801320010148

Email- cyber@police.gov.bd

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

স্বত্ব © ২০২৩  sadhinbangla.tv 

Download App Sadhin Bangla TV News

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-tmnews71