গাজীপুরের শ্রীপুরের সদ্য অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহ্ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৬ মে দুপুরে উপজেলার পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেপ্তার শাহ্ আলম পৌর বিএনপির প্রয়াত নেতা মো. শহিদুল্লা শহিদের বড় ভাই।
গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে ভাইয়ের পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছিলো প্রয়াত শহিদের স্ত্রী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সংবাদের সততা নিশ্চিত করেছেন।