দিনাজপুরের নবাবগঞ্জে বসতবাড়ির পরিত্যাক্ত মাটির ঘরের পাশে খেলাধুলা করা কালে ঐ ঘরের দেয়াল চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুই শিশু নবাবগঞ্জ উপজেলার রাঘবেন্দ্রপুর কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের পুত্র শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও আশরাফুল ইসলামের পুত্র ফায়জুর ইসলাম আকাশ (৬)। শিশু দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্বজনরা জানান, রোববার বেলা ১১টায় ঐ শিশুরা তাদের নিজ বাড়ির পরিত্যাক্ত ঘরের পাশে খেলাধুলা করা কালে পরিত্যাক্ত ঘরের একটি মাটির দেয়াল হটাৎ ভেঙ্গে শিশেদের ওপড়ে পড়ে এবং মাটি চাপায় তারা গুরুতর আহত হয়।
পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।