প্রতি বছরের ন্যায় এবারেও নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১২টার দিকে শহরের টাইম স্কয়ার কমিউনিটি সেন্টারে ১০০ জনের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন-ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের পরিচালক আব্দুল খালেক ও দিপক কুমার সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীসহ অন্যান্যরা।
পরে প্রধান অতিথি নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। উল্লেখ্য, বিগত ৫ বছর ধরে রোজার সময় সেলাই মেশিন বিতরণ করে আসছেন।