নওগাঁর পোরশায় বিষাক্ত সাপের কামড়ে নাজরিন বেগম (২৫) ও তার মেয়ে সোনালী পাখি নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার নিতপুর তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী ও তার মেয়ে।
স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় তাদের দু’জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। রাতেই স্থানীয়রা ওঝা দ্বারা তাদের ঝাড় ফুক দিলেও কোনো কাজ না হওয়ায় পরদিন আজ বুধবার সকালে তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






