সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর” এর ২০২৪-২৫ খ্রি: কার্যনিবাহি পরিষদের পরিচিতি সভা ২৮ জুন ২০২৪ খ্রি: তারিখে জগন্নাথপুর পৌর শহরের ড্রিম ফ্লাওয়ার একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেলের পরিচালনা এবং সাবেক তিন বারের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসেন নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সহ-ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম আহমেদ, এরপর স্বাগত বক্তব্য নিয়ে আসেন নতুন কার্যনিবাহি পরিষদের সাধারণ সম্পাদক আলী হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্টাতা সদস্য জনাব জামাল হোসেন। তিনি তার বক্তব্যে ২০২৪ এর বন্যা মোকাবেলায় সংগঠনের সকল সদস্যের এক সাথে কাজ করার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদানপূর্বক নতুন কমিটির সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন।
এসময় ধারাবাহিকভাবে আরও বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত কার্যনিবার্হী পরিষদের সভাপতি হুমায়ুন কবির, আকমল হোসেন মুসা, সুলেমান মিয়া, রায়হান মিয়া, রবিউল ইসলাম, আবু তারেক, আবুল কালাম, জিকরুল ইসলাম, ইমরান আলী, মিফতাহ উদ্দিন, রবিউল ইসলাম, সাইদুল ইসলাম, মোস্তাক হোসেন নাছিফ, আমিনুল ইসলাম তুহিন, রবিউল জামান সানি, আরিফুল ইসলাম তামিম, রুমন, ইমরান, শামীম, জুবায়েল, আহমদ হাসান রনি,মেহরাব, আব্দুল মোহাইমিন, তানহার,ছয়ফুর রহমান সহ নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সর্বস্তরের সদস্যবন্দ উপস্থিত ছিলেন।
এরপর সংগঠনের প্রতিষ্টাতা সদস্যবন্দগন নতুন কার্যনিবাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব মাছুম মিয়া নবগঠিত পরিষদের সাফল্য এবং সংগঠনের উত্তর উত্তর উন্নতি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য যে, বিগত ১৮ জুন ২০২৪ খ্রি: তারিখে মাহিমা রেস্টুরেন্টে মুল অনুষ্ঠান হবার কথা থাকলেও হঠাৎ আকষ্মিক বন্যার কারণে পূর্বঘোষিত অনুষ্ঠান বাতিল করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ছোট পরিসরে আজকের এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#