নাটোর সদর উপজেলার ভাতুরিয়া স্টিমারঘাট এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাহাবুব খান বাবু (৪২) ও ইকবাল হাসান হাসু (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মাহাবুব খান বাবু সদর উপজেলার দিঘাপতিয়া চকফুলবাড়ি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ও ইকবাল হাসান একই এলাকার ছাত্তার প্রামাণিকের ছেলে।
নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার স্টিমারঘাট ভাতুরিয়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় এক কেজি গাঁজা, গাঁজা বিক্রয়লব্ধ ১১ হাজার একশত টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃতের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।