টেক জায়ান্ট গুগলের আয়োজনে গুগল নিউজ ইনিসিয়েটিভের (GNI) পক্ষ থেকে বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডের সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্যে বিনামূল্যে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
এই বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গুগল নিউজ ইনিসিয়েটিভের ডিজিটাল গ্রোথ প্রোগ্রামটি ছোট থেকে মাঝারি আকারের সংবাদমাধ্যমগুলোকে ডিজিটাল সাফল্য অর্জনে সহায়তা করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কর্মসূচি আওতায় অনুষ্ঠিতব্য ওয়ার্কশপগুলোতে অংশ নিতে কোন টাকার প্রয়োজন হবে না।
এই ওয়ার্কশপগুলো ছোট এবং মাঝারি আকারের সংবাদমাধ্যমগুলোর বিজনেস এক্সিকিউটিভ এবং ম্যানেজারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের দায়িত্ব হলো ডিজিটাল সমৃদ্ধির নেতৃত্ব প্রদান করা।
চার দিনের কর্মশালা শেষে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র দেয়া হবে।
এই লিংকের মাধ্যমে গণমাধ্যমে কর্মরত ও এই কর্মশালা করতে ইচ্ছুকরা ফর্ম পুরণ করে ওয়ার্কশপের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন ।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






