ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগে যেন কোন অনুপ্রবেশকারী না প্রবেশ করতে পারে সেদিকে নজর রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
এর আগে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ শুরু হয়েছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






