দীর্ঘদিন ধরে চলছে প্রেম। অবশেষে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিককে গলা কেটে হত্যা করেছে প্রেমিকা। শুধু তাই নয়, লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘোরার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সময় রোববার মধ্যরাতে ভারতের গাজিয়াবাদে ঘটে এমন ঘটনা।খবর এনডিটিভির।
জানা গেছে, ওই তরুণীর নাম প্রীতি শর্মা। চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফিরোজ ওরফে চোয়ান্নির (২৩) সঙ্গে বসবাস করছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে রুটিন চেকিংয়ের সময় ওই তরুণীকে ট্রলি ব্যাগটি ঠেলে নিয়ে যেতে দেখতে পায় পুলিশ। এক নারী কনস্টেবলের তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাশটি খুঁজে পায় বলে পুলিশ জানিয়েছে।
পরে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় প্রীতি স্বীকার করে, লাশটি তার প্রেমিকের। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করেছেন তিনি।