রাজধানীর অদূরে সাভারে আশুলিয়ায় এক নারীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর।
পুলিশ আরো জানায়, ওই নারী সবুজ নামের একজনের সঙ্গে পলাশবাড়ী এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সবুজের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় খোকন মিয়া বুধবার রাত ১২টার দিকে আশুলিয়া থানাকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহটি ঘরের মেঝেতে পড়ে ছিল এবং তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে সবুজ পলাতক।
তিনি আরো বলেন, বুধবার বাড়ির মালিকের সঙ্গে সবুজের টেলিফোনে কথা হয়েছে। তখন তিনি বাড়ির মালিককে জানিয়েছিলেন, তিনি নারায়ণগঞ্জে আছেন। তবে মরদেহ উদ্ধারের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।