নাব্য সংকটে টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষ শিমুলিয়া- কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে সীমিত পরিসরে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে ক্যামেলিয়া, কাকলি, কিশোরী, কুমিল্লা ও ফরিদপুর এই ৫টি ফেরি চলাচল করছে। তবে পদ্মায় নাব্য সংকটের কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
গতকাল বিকাল ৪টা থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করে। নাব্য সংকট ও ডুবোচরের কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে সবগুলো চ্যানেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনা এড়াতে এ রুটে ওইদিন সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এদিকে, শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার রাতে শিমুলিয়া ৩ নং রো রো ফেরি ঘাটের কাছে একটি হোটেলসহ বেশকিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
হুমকিতে রয়েছে রো রো ফেরি ঘাটটিও। ভাঙ্গন রোধে শনিবার সকাল থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে।