আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গত ১৫ মাসে সামরিক বাহিনীর কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের জন্য তাদের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
এছাড়াও, তিন বাহিনীর প্রধানরা আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন।
সংক্ষিপ্ত সংস্করণ (মূল তথ্য)
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিনি নির্বাচন শান্তিপূর্ণ করতে ও নিশ্ছিদুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচন ঘিরে ৯০ হাজার সেনাসদস্যসহ নৌ ও বিমানবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির কথা জানান।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






