সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পালের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার এবং জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






