“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতিতে পটুয়াখালী সদর থানা পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ সুপারের দিকনির্দেশনায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৯০২ পিস ইয়াবার একটি বড় চালানসহ মোঃ শহিদুল ইসলাম মৃধা (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক শহিদুল পৌরসভার কলের পুকুর পাড় এলাকার বাসিন্দা।
ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “পটুয়াখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান জোরালোভাবে চলছে। এই চক্রের সাথে অন্য যারা জড়িত, তারাও আমাদের কঠোর নজরদারিতে রয়েছে। পর্যায়ক্রমে সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”
পুলিশ আরও জানায়, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, জেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই ‘সাড়াশী অভিযান’ চলবে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






