বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ৪৮ মিনিট বিএনপি চেয়ারপার্সন হাসপাতালে পৌঁছান। এর আগে রাত ১টা ২০ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালের উদ্দেশে যাত্রা করে।
বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি করা হবে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।
তিনি আরও বলেন, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com
