সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ পেল নতুন মাত্রা।
স্বাধীন বাংলা টিভি সংবাদ কেন্দ্র থেকে জানাচ্ছি আমি [এইচ.এম. লোকমান মৃধা]।রাজধানীর প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যে অভিযোগ করা হচ্ছিল—নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ভিন্ন রূপে আবারও সক্রিয় হচ্ছে—সেই অভিযোগই যেন এখন জোরালো ভিত্তি পেয়েছে। সচিবালয় কাণ্ডে আটককৃতদের পরিচয়ের সূত্র ধরে দানা বাঁধছে নতুন উদ্বেগ ও বিতর্ক। স্বাধীন বাংলা টিভির আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে এ নিয়ে বিস্তারিত।
মঙ্গলবার (২২ জুলাই) ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল সচিবালয় এলাকায় ঘটে যাওয়া ব্যাপক সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে আটক করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদেরকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এই তথ্যের পর থেকেই দেশব্যাপী চলমান ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষাপট:
ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও সংগঠনটির সাবেক নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে—এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, ছাত্রলীগের সাবেক নেতারাই বিভিন্ন নামে ও প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে ক্যাম্পাসে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করছে। অতীতে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ছাত্র আন্দোলনে ‘হেলমেট বাহিনী’র নামে暴力াত্মক কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছিল, তার সাথে বর্তমান ঘটনাগুলোর মিল খুঁজে পাচ্ছেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র উদ্বেগ:
শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সমন্বয়করাও বিভিন্ন সময়ে এই আশঙ্কার কথা জানিয়েছেন। তারা বলছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র আন্দোলনকে সহিংস পথে ঠেলে দিয়ে একে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের আশঙ্কা, ছাত্রলীগের সাবেক কর্মীরাই এই বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে মূল ভূমিকা পালন করতে পারে, যাতে করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আড়ালে চলে যায়।
সার্বিকভাবে, সচিবালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পুলিশের দেওয়া তথ্য সাধারণ শিক্ষার্থীদের অভিযোগকেই সত্য প্রমাণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, কাগজে-কলমে একটি সংগঠন নিষিদ্ধ হলেও তার পুরনো কাঠামো ও কর্মীরা যদি ভিন্ন নামেও তৎপর থাকে, তবে তা যেকোনো যৌক্তিক আন্দোলনের জন্যই একটি বড় হুমকি। এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ এবং শিক্ষাঙ্গনের স্থিতিশীলতা কোন পথে এগোবে, তা নিয়েই এখন সর্বস্তরে চলছে ব্যাপক আলোচনা।
**#স্বাধীনবাংলাটিভি #SadhinBanglaTV #বাংলাসংবাদ #BreakingNewsBD #আজকেরখবর #BDNewsLive #সংবাদপ্রতিদিন #CurrentAffairsBD #ছাত্রআন্দোলন #SecretariatProtest**
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com
