পটুয়াখালীতে নানান আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) শহরের নিউ মার্কেট চত্বর থেকে সাড়ে ১২ টায় একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
এর আগে পটুয়াখালী জেলা শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌরসভার নিউমার্কেট চত্বরে জমায়েত হতে থাকেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলন, ও সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহনের নেতৃত্বে, আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়া, ও পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্টি দা।
পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ সকল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেত্রী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে দেখা যায় দীর্ঘদিন পরে সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একসাথে শহরের বিভিন্ন স্থান ঘুরে মিছিল করতে পারার কারণে আনন্দে আত্মহারা ছিলেন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।