দেখে বোঝার উপায় নেই এটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের-হলিকোনার রাস্তা। বালি, সিমেন্ট, মাটি বোঝাই বিভিন্ন যানবাহন চলাচলে রানীগঞ্জ-হলিকোনা সংযোগ সড়কের বেহাল দশা হয়েছে।
এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার সাধারন মানুষ, অসুস্থ রোগীসহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী। সরজমিনে দেখা যায়, রানীগঞ্জ বাজারের খাদ্য গোদামের পাশ দিয়ে যাওয়া রাস্তায় বালি, সিমেন্ট, মাটি বোঝাই যানবাহন চলাচল করায় খানা খন্দ আর বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরে বেহাল দশা সড়কটির।
প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সড়ক ব্যবহারকারী হাজার হাজার পথচারী ও যানবাহনের যাত্রী ও চালকদের। এমনকি প্রায়ই ঘটে যানবাহন উল্টে যাওয়ার মতো ঘটনাও। এখানে প্রতিদিন ভারী যানবাহন লোড নিয়ে চলাচল করে। যে সব ট্রাক অধিক লোড নিয়ে কাঁচা পাকা রাস্তায় চলাচলের করনে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। রাস্তাটির এমন অবস্থা দেখে মনে হয় দেখার কেউ নেই। অভিযোগ পাওয়াগেছে, রানীগঞ্জ বাজার থেকে বাগময়না গ্রামের ব্লকের কাজের রাস্তা দিয়ে ট্রাকে করে ধারন ক্ষমতার থেকে বেশী মালামাল নিচ্ছেন ঠিকাদার স্বপন হাজির লোক।
স্থানীয়রা বাধা দিলে তাদের বাঁধা মানছেনা সেখানে কাজে থাকা লোকজন। সম্প্রতি সময়ে রোগীসহ রানীগঞ্জ কলেজ, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। একাধিক স্থানীয়রা জানান, ধারন ক্ষমতার অধিক ভারি মালামাল বহন করে এই কারনে রাস্তাটিতে গর্ত হয়। যার ফলে এ রাস্তা দিয়ে আমাদের মত সাধারন মানুষ চলতে অসুবিধা হয়। বড় বড় গর্ত হওয়ার কারনে যানবাহন আটকে যায়, গাড়ি আটকে যাওয়ার কারনে যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানতে, ঠিকাদার স্বপন হাজির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে আমরা এই রাস্তাটি ভাঙা দেখে কিছু ইট দিয়ে রাস্তা মেরামত করেছিলাম। পরে আবার গর্ত হয়েছে আজও আমার গাড়ি মাল নিয়ে আটকা পরে আছে। আমার লোকদের বলে দিয়েছি কিছু ইট দিয়ে রাস্তা মেরামত করতে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, আমাদের এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলছে স্থানীয়রা অনেকেই ফোন দিয়ে বলেছেন। এ ব্যাপারে আমাদের নির্দেশনা আছে ৫/৭ টনের বেশী মালামাল নিতে পারবেনা। বিষয়টি দেখার জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সাথে আলাপ করবো।#