পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আনুমানিক বেলা দুইটার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় রতনদি তালতলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উলানিয়া গ্রামের মৃধা বাড়ির খলিল মৃধার ছেলে ইলিয়াস (২০) পানের বড়ে কাজ করে ফিরে আসার সময় সাঁকো থেকে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ছোট ছোট বাচ্চারা মাছ ধরতে জাল টানার সময় তাদের জালে লাশ বাজলে তার মৃত্যুর খবর জানা যায়। স্থানীয়রা ধারণা করছেন ইলিয়াসের বাই রোগ থাকার কারণে সে সাঁকো থেকে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারে নাই।