শেষ মুহূর্তে জমে উঠেছে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন, তাই ব্যস্ত সকল প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪’র ৩য় ধাপে ২৯ শে মে ভ্যালুটের মাধ্যমে ভোট দেবেন ভোটাররা, এ নির্বাচনে যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৮ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়।
শনিবার (১৮ মে) বিকালে পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে লাউকাঠি সেতুর নিচে, কাপ পিরিচ মার্কা প্রার্থী আলহাজ্ব আবুল কালাম আজাদ কালাম মৃধার সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে অনুষ্ঠানটি যেখানে হয়েছে সেখানে ছিল নানান প্রকারের জল্পনা কল্পনা, অনুসন্ধান করে জানা গেছে বর্তমান রানিং চেয়ারম্যান গোলাম সারোয়ার সাহেবের বাড়ি উক্ত ইউনিয়নে তাছাড়া রানিং উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের রাজনৈতিক ক্যারিয়ার বেশিরভাগ সময় বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতেন উক্ত জায়গাটিতে সেই জায়গাতে বিপুল পরিমাণ নারী-পুরুষের উপস্থিতি দেখে আনন্দে আত্মহারা থাকেন কাপ তিরিস মার্কার সমর্থকেরা।
বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা।
কাপ পিরিচ মার্কার নির্বাচনী উঠান বৈঠকে বক্তারা বলেন, কালাম মৃধা একজন বয়স্ক মুরব্বি ও ভাল মানুষ। যে সাধারণ মানুষের বিপদে আপদে সবসময় পাশে থেকে সেবা করে যাচ্ছে। কোন তদবির বা শালিশি বানিজ্য করে না কালাম মৃধা। গত পাঁচ বছর আগে মানুষ তাকে বিপুল ভোট দেয় কিন্তু দুঃখের বিষয় সে নির্বাচিত হতে পারেনি। তাই এবারের নির্বাচনে আমরা সকলে কালাম মৃধার কাপ পিরিচ মার্কার সমর্থক হয়ে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। এসময় কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা ভোটারদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের ভাই। আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। বিগত বছর গুলোতে পটুয়াখালী সদর উপজেলায়কির
কম উন্নয়ন হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতেছেন।
তবে আপনাদের কথা দিতে পারি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ রাস্তাঘাট কাচা থাকবে না। মাদক ও সন্ত্রাস দমনে আমি বলিষ্ঠ ভূমিকা পালন করব। তাই তিনি কান্না জড়িত কন্ঠে সকলের দোয়া ও ভোট প্রার্থনা করেন। এসময় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট দেলোয়ার হোসেন মৃধা, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার সোহরাব হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক খান, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান আহমেদ মামুনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।