মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে খুলনায় মাদক কারবারিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।
একইসাথে তিনি মাদক সেবীদের সমাজে মূল ধারায় ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদকের গডফাদারদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দিয়ে সম্পদ বাজেয়াপ্ত করার কথা বলেন।
রোববার (৬ আগস্ট) খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সভায় পুলিশ কমিশনার নগরবাসীদের প্রতি অনুরোধ করে বলেন, আসুন আমরা সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রেখে নগরবাসীকে একটি যানজট মুক্ত নগরী উপহার দেই।
খুলনা মহানগরী এলাকায় আগামী দিনগুলোতে কিশোর গ্যাং, জঙ্গি, সন্ত্রাসবাদ দমনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পুলিশ কমিশনার।
কেএমপি হেডকোয়াটার্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, মো. সাজিদ হোসেন, মোছা. তাসলিমা খাতুন।