পটুয়াখালীতে জমকালো আয়োজনে কেক কেটে এনটিভির২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
সোমবার (৩ জুলাই) রাত ৮ টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় সময়ের সাথে আগামীর পথে টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ পেরিয়ে ২১ এ পর্দাপন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ‘র স্টাফ রিপোর্টার এ্যাডঃ কাজল বরন দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম সরোয়ার, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর এস এম ফারুক, জাতীয় পার্টির চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ।
সবশেষে অতিথিবৃন্দ এনটিভির এর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷