পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে চর কপালবেড়া এলাকায় ক্রয়কৃত জমি মাটি কাটতে গেলে প্রতিপক্ষের হামলায় আহত -৫ জন। থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানাযায় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কপালবেড়া গ্রামের মনোয়ারা বেগম এর কাছ থেকে ৩ বছর আগে ২০ শতাংশ জমি ক্রয় করে ইসমাইল হোসেন ছেলে ভুক্তভোগী আওলাদ হোসেন। তবে জমি ক্রয়ের মাধ্যম হিসেবে কাজ করে হালেম হাওলাদার।
এদিকে আওলাদ হোসেন বলেন ২৩ জুন শুক্রবার সকাল ৭ টায় দিকে বাড়ি তৈরির জন্য ক্রয়কৃত জমির থেকে মাটি কাটতে গেলে নূরু খা ও হালেম হাওলাদার বাধা দেয়। আওলাদ হোসেন সহ তাদেরকে ডেকে নিয়ে যায়। এবং তাদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে নূরু খা আওলাদ হোসেন সহ তার শশুর, শাশুড়ী, স্ত্রী, ও শালীকে মারধর করে।
তিনি আরো বলেন এই নূরু খা জমি ক্রয় করার সময় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তা তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তিনি হুমকি দিতেন এবং কি করে এই জমিতে থাকবি দেখে নিবে বলেও জানান।
অপর দিকে গেল কয়েক মাস আগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার জের ধরে নূরু খা ডেকে নিয়ে এই হামলা চালায়। তারা ডাক চিৎকার দিলে লোকজন আসলে আসামীরা পালিয়ে যায় তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ডাক্তার তাদের চিকিৎসা শেষে ভর্তি করান। এই হামলার বিষয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়েরের অভিযোগ করেন এবং আইবের কাছে সঠিক বিচার দাবী করেন।
আসামীরা হলো নূরু খা (৪০),হালেম হাওলাদার (৪০),রিয়াজ হাওলাদার (৩৫),পারুল বেগম(৪৫), রিয়াজ খন্দকার (২৫),মাফিয়া বেগম (৩০),ও সোহেল মৃধা (২২) সহ আরো অনেকে।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি তবে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।