পটুয়াখালীর গলাচিপায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে পৌরমঞ্চ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন পটুয়াখী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। এর আগে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলামিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও মো. রেজাউল করিম, শ্রম বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, পৌর শ্রমিক লীগের সভাপতি জালাল হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ। এদিকে, উপজেলা ও পৌর শ্রমিক দল র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করেছে।