পাবনার ঈশ্বরদীতে রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক মৃত হাবিবুল্লাহর স্ত্রী হাজেরা খাতুন একা থাকতেন। বাড়ির কেয়ারটেকার থাকলেও তিনি চোখে কম দেখতেন। এই সুযোগে টাকা ও গয়না হাতিয়ে নিতে হাজেরাকে খুনে পরিকল্পনা করেন আবিদ হাসান (৩২) নামের এক যুবক।
পরিকল্পনা অনুযায়ী সুযোগ বুঝে অধ্যাপকের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে ৩০ হাজার টাকা ও একজোড়া কানের দুল নিয়ে পালান আবিদ।
তবে শেষ রক্ষা হয়নি, হত্যাকাণ্ডের ৯ দিন পর তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী।
গ্রেপ্তার আবিদ হাসান পাবনার সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গি জোলাপাড়া গ্রামের মৃত রতন আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের শিকার হাজেরা খাতুন বাসায় কাজের জন্য আবিদ হাসানকে পাঠানো হয়। ঘটনার দিন সকাল ৮টার দিকে তিনি হাজেরা খাতুনের বাসায় আসেন। এরপর দুপুরে ঘুমন্ত হাজেরাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে চুরি, কানের দুলসহ ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যান আবিদ।
তিনি আরও জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে হাজেরা খাতুনের রক্তাক্ত মরদেহ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় কক্সবাজার কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এহসান বোর্ডিং হতে আদিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক জোড়া সিটি গোল্ডের চুরি, দুই জোড়া কানের দুল, ২০ হাজার টাকা এবং নিহতের ব্যবহৃত একটি নোকিয়া ফোন উদ্ধার করা হয়।