পটুয়াখালী জেলায় সবচাইতে আধুনিক পার্টি অফিস উদ্বোধন হলো গলাচিপায়
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আপডেটের সময় :
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
৮৫
সময় দর্শন
গোলাপ ফুল এপিসোড
দীর্ঘ অপেক্ষার পর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য কেন্দ্রীয় কমিটির অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ মার্চ) কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ তাঁর ঢাকা বনানীর কার্যালয়ে এমপি এসএম শাহজাদার কাছে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে ৬৭ লাখ টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে প্রথম কিস্তির ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় গলাচিপা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।