চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ অন্যরা।
এছাড়া উপজেলা প্রশাসনের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উপলে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।