মহান স্বাধীনতা দিবসের কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও চাইল্ড এক্সপ্লয়েশন এর অপরাধে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার্থীদের মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সচেতন শিক্ষার্থীদের আয়োজনে কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাইমুল ইসলাম নাঈমসহ আরো অনেক শিক্ষার্থী বক্তব্য রাখেন। বক্তারা স্বাধীনতা বিরোধী মতিউর রহমানকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও পত্রিকার নিবন্ধন বাতিলের দাবি জানান।