জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রোজন(৪২) ও মারুফ (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাইফুদ্দীন এর নেতৃত্বে একদল পুলিশ ৪ ঠা এপ্রিল রোজ বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া পুঞ্জি গ্রাম নিবাসী মৃত আনফর আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রোজন মিয়া (৪২) ও একই গ্রামের চিলাউড়া নিবাসী আব্দুল মনাফ এর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মারুফ মিয়া(২৩) কে গ্রেপ্তার করেন।
তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে, আসামীদ্বয় দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আজ ৫ ই এপ্রিল রোজ বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।