আজ ২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা পাবলিক হল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম, পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন তালুকদার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।