পটুয়াখালী গলাচিপায় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম এর শুভাগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বৃহস্পতিবার (২৩ মার্চ) গলাচিপা সদর ভূমি অফিস কার্যালয়ে বেলা ১২টায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন আল হেলাল, সার্ভেয়ার আজগর আলী, গলাচিপা সদর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. শাহজাদ হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইদুল ইসলাম আকাশ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মিলন মিয়া, প্রধান সহকারী (ভূমি) মো. আমিনুল ইসলাম, নাজির (ভূমি) মো. হান্নান মিয়া, অফিস সহায়ক হামিদা বেগম, অফিস সহায়ক ইলিয়াস কাঞ্চন তালুকদার, অফিস সহায়ক মেহেদী হাসান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম উপজেলা ভূমি অফিসের সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করে জনগণকে হয়রানীর হাত থেকে রক্ষা করার জন্য দ্রুত কাজ করার পরামর্শ দেন।