পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বরে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শাহনূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিফাত হাসানের (সজীব) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ এবং পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল হক তুহিন।