পটুয়াখালীর দশমিনায় রবিবার(১৯ মার্চ) সকাল ১০ টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।
৩ দিন ব্যাপি এই অনুষ্ঠানের উদ্ধোধনের শুরুতে কোরআন থেকে তেলোয়াত, গীতাপাঠ, জাতীয় সঙ্গীতের সূরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, ক্রীড়া মশাল নিয়ে মাঠ প্রদক্ষিন, শিক্ষার্থীদের নৃত্য প্রদর্শন ও প্রধান অতিথির স্বাগত বক্তব্যের মাধ্যমে পায়রা উড়িয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।
বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা ৩ দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান নাসির পালোয়ান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, জেলা পরিষদ সদস্য গাজী মিজান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক গৌতম রায়, নাঈম বশির সহ বিদ্যালয়ের প্রধান, সহাকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন কারি শিক্ষার্থী।