বিভিন্ন বিতর্কিত ইস্যুতে আবারও সরগরম ঢালিউড পাড়া। সম্প্রতি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ নামের এক প্রযোজক। এরমধ্যে সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ তার মামলাটি না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
শাকিবের ভাষ্যে, রহমত উল্ল্যাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করলেও তিনি আসল প্রযোজক নন। এই ছবির মূল প্রযোজক জানে আলম। চুক্তিপত্রেও তার নাম রয়েছে। রহমত উল্যাহকে ‘ভুয়া প্রযোজক’ বলেও আখ্যা দেন নায়ক।
সাম্প্রতিক অভিযোগ ইস্যুতে বিষয়টি এখন টক অব দ্য ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। যে সিনেমার শুটিং করতে গিয়ে অস্ট্রেলিয়ায় ঘটা নানা কাণ্ডে শাকিবের বিরুদ্ধে অভিযোগ উঠে সেই ইস্যু নিয়ে এবার মুখ খুললেন সেই ছবির নায়িকা শবনম বুবলী। তবে তিনি অস্ট্রেলিয়ায় করা শুটিংয়ের সময়ে আতিথেয়তার গল্প শোনালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুবলী জানান, ২০১৮ সালে ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীদের মধ্যাহ্নভজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে নির্মাতা আশিকুর রহমানসহ তারা গিয়েছিলেন এবং অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা উপভোগ করে আসেন।
শবনম বুবলী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। ছবিটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনও সহযোগিতা করার আশ্বাসও তারা দিয়েছেন।