নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নের জগৎপুর গ্রামে ট্রাক্টরের ধাক্কায় মো. নজরুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়ে বগুড়া (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম জরুরী প্রয়োজনে বাজার যাচ্ছিলেন। রাস্তা কাছে হওয়ায় পায়ে হেঁটে যাওয়ার সময় সামনের পুকুর থেকে মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পরিবারের সহযোগিতায় চিকিৎসার জন্য বগুড়া সিএমএইচ) হাসপাতালে প্রেরণ করে।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। নিহত নজরুল জগৎপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
৪নং কলম ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নের সাবেক মেম্বার মো. মকুল আলী দীর্ঘদিন যাবত তার এক্সভেটর দিয়ে এলাকায় পুকুর খনন করে আসছিলেন। তার ট্রাক্টর চাপায় সাবেক এ সেনা সদস্যর মৃত্যু হয়েছে। আমি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা কামনা করছি।