কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আবদুর রহিম করছেন রাজমিস্ত্রির কাজ।
শনিবার (১৮ মার্চ) সকাল ৮ থেকে শুরু করে বিকেল ৬টা পর্যন্ত এই কাজ করছেন তিনি। বেড়িবাঁধের রাস্তা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের গোডাউন পর্যন্ত রাস্তায় ইট-বালু-সিমেন্ট দিয়ে চারজন সহযোগী নিয়ে তিনি রাস্তার সংস্কার ও নির্মাণকাজ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদা গেঞ্জি ও মাথায় টুপি পরে কাজ করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাকে এভাবে কাজ করতে দেখে ভিড় জমান উৎসুক জনতা। সকাল থেকে এভাবে চেয়ারম্যানকে কাজ করতে দেখে অনেকেই মুগ্ধ। রাস্তা সংস্কার, টয়লেট ওজুখানাসহ দেড় লাখ টাকা বরাদ্দ হয়, যা দিয়ে কাজ শেষ করা সম্ভব নয়।
তাই নিজেই পরিশ্রম করে কাজ করছেন এই ইউপি চেয়ারম্যান। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি দিচ্ছেন আসা ব্যক্তিদের কাগজ-পত্রে স্বাক্ষরসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা।চেয়ারম্যানের কাজের সহযোগী আলী হোসেন বলেন, আজকে ১০ দিন চেয়ারম্যান কাজ করছেন, আমরা তার সঙ্গে কাজ করছি, ইট-বালু-সিমেন্ট টানাসহ সব কাজেই চেয়ারম্যান এগিয়ে আসছেন।
তিনি নিজেই কাজের মিস্ত্রি আমরা হেলপার হিসেবে তার পাশে থেকে সহযোগিতা করছি। স্থানীয় মুসল্লি আনোয়ার হোসেন বলেন, আমাদের এখানে ৫০টির বেশি দোকান রয়েছে, মসজিদ দূরে থাকায় অনেক সময় দোকানে নামাজ পড়া হয় আবার কখনো পড়া হয় না। তবে চেয়ারম্যান মসজিদ করার পড় প্রতিদিন মুসল্লি বাড়ছে, পাশাপাশি তার নিজের পরিশ্রমে এমন একটা প্রতিষ্ঠান সত্যি প্রশংসার দাবিদার। ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচন হাফেজ আবদুর রহিম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে মসজিদ অনেক দূরে, এখানে অনেকগুলো দোকান আছে, ইউনিয়ন পরিষদেও অনেকে কাজে আসেন।
তাদের সুবিধার জন্য আমি এই মসজিদটি নির্মাণ করছি, এটা পুকুর ছিল, বালু ভরাট করে ওজুখানা, বাথরুমসহ ইউনিয়ন পরিষদের রাস্তা সংস্কার করছি।
আমরা চারজন মিলে আজকে ১০ দিন ধরে কাজ করছি, সব শেষ করতে আরো ১০ দিন লাগবে। এভাবেই আমি আমার ইউনিয়নের সব কাজে আগ্রহ প্রকাশ করে ইউনিয়নকে আধুনিক করে তুলব।