পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। এরা হলেন ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের টিনু মৃধা ও তার ভাই ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন, তার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। তবে মেজবাহউদ্দিন নির্বাচনি কোন প্রচার-প্রচারণায় নেই। এমনকি কোন পোস্টারও ছাপায়নি।
এনিয়ে সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্ন জেগেছে কেনইবা দুই ভাইয়ের একজন কাগজপত্রে প্রার্থী রয়েছেন। এনিয়ে বিভিন্ন ধরনের গুজব রয়েছে। দুই ভাইয়ের চেয়ারম্যান পদে অংশগ্রহণ কোন প্রতিদ্বন্ধীতা না কৌশল; এমন কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী টিনু মৃধা জানান, তার ভাই কার্যত নির্বাচনি প্রচার-প্রচারণা থেকে সরে এসেছেন। এখন নৌকার পক্ষে কাজ করছেন।
আগামি ১৬ মার্চের নির্বাচনে ধানখালী ইউনিয়নের নির্বাচনে আরও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন বর্তমান চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার (ঘোড়া প্রতিক), গাজী রাইসুল ইসলাম ( আনারশ) ও অ্যাডভোকেট নুর হোসেন (হাতপাখা প্রতিক)।
তবে এ যাবৎ এই ইউনিয়নে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে দাপিয়ে বেড়াচ্ছে চরমোনাই সমর্থিত হাতপাখার সমর্থক রা।