বিএনপি জামাত দেশব্যাপী পদ যাত্রার নামে নৈরাজ্য, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । গত ১১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পদযাত্রা’র নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন খালেদুল ইসলাম স্বপন, আশিকুর রহমান রপনসহ উপজেলা যুবলীগ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলো গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচী দিয়ে সাধারণ জনগণ ও পুলিশের উপর হামলা চালায়। তাদের দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র রাজপথে মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।