সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাণকেন্দ্র পৌর পয়েন্টএ টিএনটি রোডে মিক্সফোড এর পিছনে থাকা প্রায় পাঁচটি দোকানের গুদাম সহ আশে পাশে দোকানে আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন, এর মধ্যে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারী) ১১টা ৩০ মিনিটের সময় জয় গোপালের লেপ তোষকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ধিরে ধিরে পাশে থাকা প্রদীব দেবের তেলের গুদাম, রাজু ইলেকট্রনিক এর গুদাম, রিয়া ট্রেডার্সের গুদাম, ওষুধের দোকান সহ আশে পাশের কয়েকটি দোকান ও গুদাম ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসেস সদস্যারা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিদুর ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনজার্চ মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সূধন ধর, উপজেলা বিদুৎ অফিসের উপ-প্রকৌশলী আবুল আজাদ পাভেল সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জগন্নাথপুর বাজারে ৫টি গোদাম পুড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনা শুরুতে পুলিশ সহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দোকানগুলো টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
সুনামগঞ্জ জেলার ফার্য়ার সার্ভিস উপ-পরিচালক তারেক আহমেদ ভুঁইয়া বলেন, আমরা আগুন লাগার সাথে সাথে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করে পরে আরো দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
অপরদিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে পুনরায় আগুন লাগে পুড়ে যাওয়া দোকান ও গুদামের আশপাশের ঘর গুলোতে। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।