জমকালো আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিকদের সংগঠন ‘গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম’ এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌর শহরের ২নং ওয়ার্ড শ্যামলীবাগে স্থাপিত নতুন কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। পরে কেক কেটে নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ হাসান এলাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সোহেল এর পরিচালনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সোহাগ রহমান।
এছাড়াও অনুষ্ঠানে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।