রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে ঘিরে ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ ফুল বিক্রেতার সংখ্যাও বেড়েছে কয়েকগুণ।
প্রেমিক-প্রেমিকাদের চাহিদা মেটাতে এরই মধ্যে রাত জেগে কাজ করছে ফুলের দোকানের মালিক-শ্রমিকরা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা বাজার ঘুরে দেখা যায়, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আর্থিক লাভের আশায় অনেকেই ভ্রাম্যমাণ ফুলের দোকান বসিয়েছে মোড়ে মোড়ে।
গোলাপ আর রজনীগন্ধায় শোভা পাচ্ছে দোকান। মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবস হলেও আজকেই অনেকে ফুল কিনে নিয়ে যাচ্ছেন। ফুল ঘরে গিয়ে দেখা যায়, দোকানের বাইরে ও ভিতরে শোভা পাচ্ছে বাহারি রঙের ফুল। দোকানের মধ্যে ফুলের তোড়া তৈরি করতে ব্যস্ত কর্মচারীরা। বেশি বিক্রির আশায় আগেই তৈরি করে রাখছেন বিভিন্ন দামের ফুলের তোড়া। ফুল ঘরের মালিক মো.রিয়াজ সঙ্গে।
তিনি বলেন, আগামীকাল ফুলের দোকানে অনেক ভিড় হবে। তাই আগে থেকেই ফুলের তোড়া তৈরি করে রাখছি। আশা করছি বিক্রি ভালো হবে। তিনি আরও বলেন, গতবারের থেকে এবার ফুলের দাম অনেক বেশি। আমরা খুচরা বিক্রেতারা প্রতিটি গোলাপ বিক্রি করবো ৩০-৫০ টাকার মধ্যে।
আর রজনীগন্ধার প্রতিটি ইস্টিকার বিক্রি হবে ২০ টাকা করে। প্রায় লক্ষাধিক টাকার ফুল কালকে বিক্রি হবে বলে আশা রাখছি। আজ অনেকেই গোলাপ ফুল সংগ্রহ করে নিয়েছে। এদিকে ফুল কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ – বলেন, রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে প্রিয় মানুষকে একটা গোলাপ ফুল দিতে না পারলে কেমন হয়ে যায়। নিজের হাতে কালকে প্রিয় মানুষটির খোঁপায় একটি গোলাপ ফুল পড়িয়ে দিতে চাই।
এতে ভালোবাসার গভীরতা অনেকটাই প্রকাশ পায়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তরুণ বলেন, ভালোবাসার মানুষটিকে ভালোবাসি এ কথাটি এখনো বলতে পারিনি। আশা করছি কালকে একটি ফুল উপহার দেওয়ার মধ্যে দিয়ে সেটা প্রকাশ করবো।