ঘূর্ণিঝড় “সিত্রাং” ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২১জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে বাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২১জন শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শিক্ষা বৃত্তি চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়।
পড়ে উপজেলার ঘূর্ণিঝড় “সিত্রাং” ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়। দুর্যোগন ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে ১৭টি পরিবারের মাঝে ৫১ হাজার টাকার চেক ও ১৭বান্ডেল ঢেউটিন বিতারণ করা হয়।
এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, উপজেলা প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সহ- সরকারি কর্মকর্তা কর্মচারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন পরীক্ষায় পাস করলেও মেলেনি চাকরি আদালতে মামলা বাঁদিকে হত্যার হুমকি